কক্সবাজারের উখিয়া ক্যাম্পে হত্যাকাণ্ড বেড়েই চলেছে। রোহিঙ্গা নেতা আজিম উল্লাহকে হত্যার পর এবার উখিয়া ক্যাম্পে মো. সলিমুল্লাহ নামের এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৬ জুন) রাতে উখিয়ার বালুর মাঠের ২ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
এর আগে ১০ জুন, শুক্রবার সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে রোহিঙ্গা নেতা আজিম উল্লাহ খুনের একদিন পর উখিয়ার রহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গা যুবকের হাত-মুখ বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, বুধবার রাতে উখিয়ার বালুর মাঠের ২ নম্বর ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে সলিমুল্লাহ নামে এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবক গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে আহত অবস্থায় এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ হত্যায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে বলেও জানান ওসি শেখ মোহাম্মদ আলী।