দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীতে মা মাছ চলতি বছর তৃতীয়বারের মতো ডিম ছাড়তে শুরু করেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত থেকে কার্প জাতীয় রুই, কাতলা, মৃগেল মাছ ডিম ছাড়তে শুরু করায় নদীর বিভিন্ন পয়েন্টে উৎসবের আমেজে ডিম সংগ্রহকারীরা ডিম সংগ্রহ করছেন।
মা মাছগুলো রাতে ডিম ছাড়তে শুরু করলেও সে সময় ডিম সংগ্রহকারীর সংখ্যা ছিল কম। তবে শুক্রবার ভোর থেকে কমবেশি আড়াইশ’ ডিম সংগ্রহকারী ডিম সংগ্রহ করছেন। এখনও চলছে ডিম সংগ্রহের কাজ।
হালদায় মা মাছের ডিম ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন হালদা রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া।
তিনি বলেন, বৃহস্পতিবার রাত থেকে হালদা নদীতে মা মাছ ডিম ছাড়তে শুরু করে। চলতি বছর তৃতীয়বারের মতো মা মাছ ডিম ছাড়ছে।
জেএন/মোরশেদ