হজে গিয়ে মক্কায় আরও দুই বাংলাদেশির মৃত্যু

হজ পালন করতে সৌদি আরবের মক্কায় গিয়ে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এই নিয়ে এখন পর্যন্ত হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।

- Advertisement -

সৌদি আরবের মক্কায় সর্বশেষ মারা গেছেন একজন নারী ও একজন পুরুষ।গতকাল শুক্রবার তারা মারা যান। মক্কা বাংলাদেশ অফিসের হজ কাউন্সিলর জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

- Advertisement -google news follower

মারা যাওয়া দুজন হলেন মো. হেলাল উদ্দিন মোল্লা (৬২) ও রামুজা বেগম (৫৪)। এর মধ্যে মো. হেলাল উদ্দিন মোল্লা জয়পুরহাট সদর বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর- ইই০৩৮৫৩৭৬। আর রামুজা বেগম কুমিল্লা আর্দশ সদরের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর-বিডব্লিউ০৮৪৩৩২৮।

জানা গেছে, গতকাল পর্যন্ত ১৮ হাজার ৪১ জন হজযাত্রী মক্কা ও মদিনায় পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৪ হাজার ৬৫৬ জন গেছেন।

- Advertisement -islamibank

জেএন/টিটি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM