নগরের ফিরোজশাহের একনম্বর ঝিল এলাকায় পাহাড়ে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।
রোববার (১৯ জুন) সকাল সাড়ে ১০টার উচ্ছেদ অভিযান শুরু হয়।
জানা গেছে, এ এলাকায় পাহাড়ের পাদদেশে অবৈধভাবে প্রায় ২০০ স্থাপনা রয়েছে। এখন পর্যন্ত ৬০ থেকে ৭০ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের সমন্বয়ে কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক, চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার মাসুদ রানা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হচ্ছে।
এছাড়াও চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকেও অভিযানে সহযোগিতা করা হচ্ছে।
জয়নিউজ/হিমেল/পিডি