কক্সবাজারের মহেশখালীতে টানা ভারি বৃষ্টিতে পাহাড়ধসে মাটি চাপা পড়ে রবিউল হোসেন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (১৯ জুন) রাত ১১টার দিকে উপজেলার কালামারছড়া ইউনিয়নের অফিস পাড়া এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিউল ওই এলাকার নজির হোসেন ওরফে বদুর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাতে কালামারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ বলেন, রবিবার রাতে অফিসপাড়ার মোছাব্বর বর পাহাড়ঘেঁষা মাঠে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল রবিউল।
সে সময় পাহাড়ের একটি অংশ ধসে পড়লে সে মাটি চাপা পড়ে। রাত পর্যন্ত সে বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুজি করতে থাকে। পরে তার বন্ধুদের কাছ থেকে জানতে পারে পাহাড়ের ধসে রবিউল চাপা পড়েছে। এরপর রাত ১১টার দিকে মাটি চাপা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।
চেয়ারম্যান তারেক বলেন, ‘পাহাড় ধসের ঘটনাটি শোনার পর আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পাহাড়ি এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করা হচ্ছে।
জেএন/টিটি