চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাস্থ কাতালগঞ্জের খান বাড়ির আঙ্গিনায় জমে থাকা পানি পরিস্কার করতে গিয়ে আইপিএস সংযোগ লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২০ জুন) সকাল সাড়ে সাতটার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত দুজনের একজন ওই বাড়ির গাড়ি চালক ও অন্যজন বাড়ির কেয়ারটেকার বলে জানা গেছে।
এরমধ্যে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার সত্তরোয়া ইউনিয়নের ছালেহ আহাম্মদের ছেলে ও ওই বাড়ির গাড়ি চালক মো. হোসেন (৩৮) এবং খাগড়াছড়ি জেলার রামগড় থানার গজলতলা ইউনিয়নের মৃত আব্দুর রউফের ছেলে ও বাড়ির কেয়ারটেকার আবু তাহের (৬৫)।
সোমবার বেলা সোয়া ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান।
তিনি বলেন, পাঁচলাইশ থানাস্থ কাতালগঞ্জের খান বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
জেএন/টিটি