ম্যাংগো জুস খেয়ে অসুস্থ একই পরিবারের ৫ জন

দোকান থেকে কেনা ম্যাংগো জুস খেয়ে শিশুসহ একই পরিবারের ৫জন অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

- Advertisement -

আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় কাশিপুর ইউনিয়নের অনন্তপুর ঘুঘুরহাট এলাকায়।

- Advertisement -google news follower

অসুস্থরা হলেন- ওই এলাকার তাড়িয়া শেখের ছেলে আবুল হোসেন (৫৫), তার স্ত্রী জাহানারা বেগম (৪৫), ভাবী নুরজাহান বেগম (৪৮) ভাতিজি রেখা মনি (১৩) ও নাতি আরাফাত (৪)।

অসুস্থদের স্বজনেরা জানান, কাশিপুর ইউনিয়নের অনন্তপুর ঘুঘুরহাট এলাকার আবুল হোসেন শুক্রবার (১৭ জুন) রাতে বাড়ির পাশের দোকান থেকে ম্যাংগো জুস কিনে এনে শিশু নাতিসহ পরিবারের সকলেই খায়। ওই বোতলের জুস খাওয়ার পর তারা নিজেরাই কিছু বুঝে ওঠার আগেই অচেতন হয়ে পড়েন।

- Advertisement -islamibank

বাড়ির অন্যান্য সদস্যরা রাতভর চেষ্টা চালিয়ে সুস্থ করতে না পেরে শনিবার সকালে তাদেরকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে ম্যাংগো জুসের বোতলটি মেয়াদোত্তীর্ণ ছিলো না।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কান্তি সাহা বলেন, কাশিপুর ইউনিয়নের একই পরিবারের পাঁচজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

স্যানিটারি ইন্সপেক্টরকে পাঠানো হয়েছে। কি কারণে এ ঘটনাটি ঘটেছে তদন্ত করে জানা যাবে।

জেএন/টিটি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM