দিন দুপুরে আগুন লেগে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ১১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করছেন ক্ষতিগ্রস্থরা।
আজ সোমবার (২০ জুন) দুপুর পৌণে ২টার সময় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পৌরসদরের ২ নং ওয়ার্ড পহ্নিছিলা এলাকার মাস্টার পাড়া গ্রামের চুট্টু সওদাগর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
আগুন লাগার খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আগুন নিভাতে সহায়তা করা সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপের চেয়ারম্যান ফজল করিম।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আরো কয়েকজন সাথে নিয়ে ঘটনাস্থলে ছুটে যায়। আগুনে ৪টি ঘর পুড়ে একেবারে ছাই হয়ে যায়। রান্না ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছি।
জেএন/টিটি