নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে খাদ্য প্রস্তুত এবং কর্মচারীদের ফিটনেস সনদ না থাকায় এক লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকার উজালা হোটেলকে।
চট্টগ্রাম সিটি করপোরেশণের উদ্দ্যেগে ভ্রাম্যমান আদালতের অভিযানে অর্থদণ্ড দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। আজ সোমবার (২০ জন) সকালে এ অভিযান চালানো হয়।
চসিকের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, একই সময়ে সড়ক ও ফুটপাতে ফল রাখায় ৮ ব্যবসায়ীকে মামলার পাশাপাশি ২৪ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে খাদ্য তৈরি এবং কর্মচারীদের ফিটনেস সনদ না থাকায় স্টেশন রোডের উজালা হোটেলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া সড়ক ও ফুটপাতে মালামাল রেখে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটায় ৮ ব্যবসায়ীকে মামলা ও জরিমানা করে সতর্ক করে দেওয়া হয়েছে। জনস্বার্থে চসিকের উদ্দ্যেগে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
জেএন/টিটি