জাতীয় ঐক্যের প্রথম সমাবেশ হবে সিলেটে। ২৩ অক্টোবর হজরত শাহজালাল-শাহপরাণের মাজার জিয়ারতসহ জনসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব। মঙ্গলবার (১৬ অক্টোবর) রাজধানীর উত্তরায় নিজ বাসায় জাতীয় ঐক্যের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
এসময় আ স ম আব্দুর রব বলেন, সিলেট সফরের মধ্য দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিলেটের জনসমাবেশের পর চট্টগ্রাম, রাজশাহীসহ সব বিভাগ ও মহানগর পর্যায়ে ধারাবাহিকভাবে কর্মসূচি দেওয়া হবে।
তিনি আরো বলেন, জনগণ তথা দেশবাসী জানতে চায় জাতীয় ঐক্যফ্রন্ট সম্পর্কে। মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য সর্বোপরি জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে জাতীয় ঐক্য গঠিত হয়েছে।
বিএনপি, যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমন্বিত সরকারবিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম বৈঠক সাড়ে ১২টায় শুরু হয়ে চলে সাড়ে ৩টা পর্যন্ত।
সিলেটে কোন ধরনের কর্মসূচি দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে আ স ম আব্দুর রব বলেন, প্রথমে মাজার জিয়ারত, এরপর জনসভা হবে। এছাড়া অন্য কর্মসূচির বিষয়ে বুধবার জানানো হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, তানিয়া রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ডাকসুর সাবেক ভিসি সুলতান মোহাম্মদ মনসুর, গণফোরামের সুব্রত চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন স্বপন, নাগরিক ঐক্যের সমন্বয়ক শহিদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় কমিটির সদস্য মমিনুল ইসলাম, ড. জায়েদ প্রমুখ।
জয়নিউজ/শহীদ