পিছিয়ে পড়েও জিতল বিশ্বচ্যাম্পিয়নরা

দুর্দিন চলছেই চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জামার্নির। উয়েফা ন্যাশনস লিগে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে প্রথমে গোল পেলেও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছেড়েছে তারা।

- Advertisement -

অথচ ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে গিয়েছিল জার্মানি। বক্সের মধ্যে ফ্রান্সের প্রেসনাল কিম্পেবেকের হাতে বল লেগেছে বলে পেনাল্টি দেন রেফারি। যদিও সিদ্ধান্তটা যথেষ্ট বিতর্কিত ছিল। তবে সুযোগ পেয়ে জালে বল জড়াতে ভুল করেননি টনি ক্রুস।

- Advertisement -google news follower

দুই মিনিট পর কাউন্টার অ্যাটাকে আরও এক গোলে এগিয়ে যেতে পারতো জার্মানি। লিরয় সানের ক্রস বক্সের মধ্যে একা পেয়ে গিয়েছিলেন টিমো ওয়ের্নার। ফরাসি গোলরক্ষক হুগো লরিস এগিয়ে এসে এক হাতে কোনোমতে বলটা আটকে দেন।

এরপর গোটা দুয়েক সুযোগ নষ্ট করেন কিলিয়ান এমবাপে। তবে ম্যাচের ৬২ মিনিটের মাথায় সমতায় ফেরে ফ্রান্স। বাঁ দিক থেকে লুকাস হার্নান্দেজের ক্রসে মাথা ছুঁইয়ে চোখের পলকে বল জালে জড়িয়ে দেন গ্রিজম্যান।

- Advertisement -islamibank

দুই দলই আক্রমণ পাল্টা আক্রমণ চালিয়েছে এরপর। এরই মধ্যে ম্যাচের ৭৯ মিনিটে পেনাল্টি বক্সের মধ্যে ফাউল করে বসেন ম্যাট হামেলস। পেনাল্টি পায় ফ্রান্স। গ্রিজম্যানের দ্বিতীয় গোলটি ঠেকানোর সাধ্য হয়নি ম্যানুয়েল নুয়ারের।

এই জয়ে লিগে ‘এ’ গ্রুপে ৭ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে ফ্রান্স। নেদারল্যান্ডের পয়েন্ট ৩। আর তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে তলানিতে জার্মানি।

 

জয়নিউজ/শহীদ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM