হাটে আসছে কোরবানির পশু, চাঁদা ছাড়াই ঢুকতে পেরে খুশি বেপারিরা

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে চট্টগ্রামের পশুর হাটে আসতে শুরু করেছে কোরবানি পশু।

- Advertisement -

মঙ্গলবার (২৮ জুন) সকালে সাগরিকা মোড় গরু বাজারে ভোর থেকে ট্রাকে ট্রাকে আসছে বিভিন্ন সাইজের গরু, মহিষ, ছাগল ও ভেড়া।

- Advertisement -google news follower

দেশের চাপাইনবাবগঞ্জ,পাবনা, রংপুরসহ উত্তর বঙ্গের বিভিন্ন জায়গা থেকে এসব পশু আসছে বলে জানিয়েছে বেপারিরা।

বেপারিরা জানান, এবার রাস্তায় কাউকে কোনরকম চাঁদা দিতে হচ্ছে না শুধু গাড়ি ভাড়া দিয়ে চট্টগ্রামের বিভিন্ন বাজারে ঢুকতে পাচ্ছেন তারা।

- Advertisement -islamibank

এছাড়া নগরের পশুর আরেক বড় বাজার বিবির হাট ঘুরে দেখা গেছে বেশ কয়েকটি গরুর গাড়ি আসতে দেখা যায়।

এক সপ্তাহের মধ্যে বাজারে ক্রেতাদের সমাগম হবে। আগামী সপ্তাহ থেকে পুরোপুরি বেচা বিক্রি শুরু হবে বলে আশা করছেন পশু বেপারিরা।

সাগরিকা গরু বাজারের ব্যবসায়ী আরিফ জানান, এবছর বাজারে আগেভাগে গরু আসতে শুরু করেছে। গত দুইবছর করোনাকালীন তেমন একটা ব্যবসা করা হয়নি এবার সেটা পুষিয়ে যাবে বলে আশা করছেন তিনি।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM