স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়েছে জাপান। ১৪৭ বছরের মধ্যে ভয়াবহ তাপমাত্রায় এটিই সর্বোচ্চ।
জাপানের আবহাওয়া অফিস বলছে, শুক্রবার গুনমা প্রিফেকচারের কিরিউ শহরের তাপমাত্রা ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে এবারই প্রথম জাপানের সর্বোচ্চ ছয়টি স্থানে ৪০ ডিগ্রির বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়।
আনাদলুর প্রতিবেদনে বলা হয়েছে, তাপমাত্রার রেকর্ড রাখা শুরু করার পর থেকে টোকিওতে কখনও একটানা ৫ দিন ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যায়নি।
এদিকে দেশটিতে অতিরিক্ত তাপমাত্রার ফলে হিটস্ট্রোক এড়াতে মানুষকে এয়ার কন্ডিশনার ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে সোশ্যাল মিডিয়াতে জাপানিরা বিস্ময় প্রকাশ করছেন।
১৮৭৫ সাল থেকে তাপমাত্রার রেকর্ড রাখছে জাপান। এ রেকর্ড রাখা শুরু করার পর থেকে সবচেয়ে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ দেখল দেশটি।
জেএন/পিআর