পূজায় যৌথ রক্ষাব্যুহ সিএমপি-কমিউনিটি পুলিশ

শারদীয় দুর্গাপূজাকে ঘিরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাশাপাশি দায়িত্ব পালন করছে নগর কমিউনিটি পুলিশও। পূজার শুরু থেকে নগর পুলিশ কমিশনার মাহবুবুর রহমানসহ শীর্ষ কর্মকর্তারা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন। তারা এ অঞ্চলের মানুষের মধ্যে থাকা সৌহার্দ্য-সম্প্রীতির প্রশংসা করে আলোচনা সভাগুলোতে রাখছেন বক্তব্য।

- Advertisement -

পূজায় যৌথ রক্ষাব্যুহ সিএমপি-কমিউনিটি পুলিশ

- Advertisement -google news follower

বিভিন্ন পূজামণ্ডপে কমিউনিটি পুলিশের নগর কমিটিসহ ১৬ থানার পৃথক কমিটির নেতারা নিয়মিত খোঁজখবর রাখছেন। এছাড়াও কমিউনিটি পুলিশের ৪১টি ওয়ার্ড ও ১৪৫টি বিট কমিটিও দায়িত্ব পালন করছেন দুর্গাপূজোয়।

চট্টগ্রাম নগর কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব অহীদ সিরাজ চৌধুরী জয়নিউজকে বলেন, শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম নগর পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা যার যার এলাকায় দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে পূজার আগে নগর কমিউনিটি পুলিশিংয়ের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এর মাধ্যমে সম্প্রীতির একটি মেলবন্ধনও স্থাপিত হয়েছে।

- Advertisement -islamibank

নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ জোন) এস এম মোস্তাইন হোসাইন বলেন, নগরজুড়ে পূজামণ্ডপে এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পূজার শেষ দিন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা স্ব স্ব এলাকায় সতর্ক অবস্থানে থাকবে।

পূজায় যৌথ রক্ষাব্যুহ সিএমপি-কমিউনিটি পুলিশ

এদিকে নিয়মিত কাজের পাশাপাশি নগরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন সিএমপি কমিশনার মাহবুবুর রহমান। মঙ্গলবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় নগরের জেএমসেন হল প্রাঙ্গণের মণ্ডপ পরিদর্শনে যান। এসময় আলোচনা সভায় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে বীর বাঙালি যখন ঝাঁপিয়ে পড়েছিল তখন পরিচয় ছিল একটিই, আমরা বাঙালি। হিন্দু, মুসলিম মিলে এই বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে আলাদা পরিচয়ে তুলে ধরেছেন। শারদীয় দুর্গাপূজা বাঙালির কাছে একটি সার্বজনীন উৎসব। তিনি আরো বলেন, পুলিশ এ উৎসবকে নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থায় কোন ত্রুটি রাখেনি। মঙ্গলবার পুলিশ কমিশনারের সাথে পূজামণ্ডপ পরিদর্শনে যান নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ জোন) এস এম মোস্তাইন হোসাইন, কমিউনিটি পুলিশিং নগর কমিটির সদস্য সচিব অহীদ সিরাজ চৌধুরী, নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ জোন) শাহ মোঃ আব্দুর রউফ, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন।

সিএমপি কমিশনারের স্টাফ অফিসার মংথোয়াইন মারমা জানান, বুধবার সিএমপি কমিশনার সদরঘাটের নালাপাড়া পূজামণ্ডপ, বন্দর থানার গোসাইলডাঙ্গা পূজামণ্ডপ, পাহাড়তলীর কৈবল্যধাম পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন।

 

জয়নিউজ/ফারুক মুনীর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM