কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে প্রতিপক্ষের হামলায় ফয়সাল উদ্দিন (২৬) ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খুরুশকুলের ডেইলপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ফয়সাল উদ্দিন ওই ইউনিয়নের কাউয়ারপাড়া এলাকা মৃত লাল মোহাম্মদের ছেলে। তিনি কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। রাত ৮টার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান।
প্রত্যদক্ষর্শীরা জানিয়েছেন, দুপুরের দিকে খুরুশ্কুল ইউনিয়নের আওতাধীন ২নং ওয়ার্ড আওয়ামী লাগের সম্মেলন চলছিল। সেখানে যোগ দিতে যান ফয়সাল উদ্দীন। তাকে সম্মেলন স্থলের বাইরে দেখে ধাওয়া দেয় কাওয়ার পাড়ার আজিজ সিকদার ও জহিরের নেতৃত্বে একদল হামলাকারী। ধাওয়া খেয়ে মঞ্চে থাকা থাকা আওয়ামী লীগ নেতাদের কাছে গিয়ে আশ্রয় চান তিনি। এক পর্যায়ে মঞ্চস্থলে যায় হামলাকারীরা।
সেখানে হামলা করতে না পেরে বাইরে অবস্থা নেয় হামলাকারীরা। এক পর্যায়ে আওয়ামী লীগ নেতারা মঞ্চস্থল ত্যাগ করলে নিরুপায় হয়ে ফয়সাল উদ্দীনও মঞ্চস্থল থেকে বাইরে যান। সেখানে ওৎ পেতে থাকা হামলাকারীরা ফয়সাল উদ্দীনের ওপর হামলে পড়েন। তারা তাকে উপর্যপুরি কুপিয়ে আহত করে। এসময় তার সঙ্গে আরও কয়েকজনের ওপর হামলা করে তারা। পরে আহত ফয়সাল উদ্দীনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শেখ মুনীরুল গিয়াস বলেন, হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ততক্ষণে ঘটনা সংঘটিত হয়ে যায়।
তবে নিহতের স্বজনরা অভিযোগ করেছেন হামলার সময় অদূরেই পুলিশ ছিল। হামলা করে পুলিশের সামনে বীরদর্পে চলে যায় হামলাকারীরা।
জেএন/এমআর