পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। গতকাল সোমবার তিনি পদত্যাগপত্রে সই করেছেন বলে জানা গেছে। এদিকে প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে—গোটাবায়া দেশেই আছেন, পালিয়ে যাননি।
জানা গেছে, প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের পদত্যাগপত্র কার্যকর হবে কাল বুধবার (১৩ জুলাই) থেকে। দেশটির পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে কাল জনসমক্ষে প্রেসিডেন্টের পদত্যাগপত্র জাতির কাছে ঘোষণা করবেন।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট পদত্যাগপত্রটি স্বাক্ষর করে একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার কাছে হস্তান্তর করেছেন। ওই কর্মকর্তা এটি স্পিকারের কাছে হস্তান্তর করবেন।
এদিকে, গণমাধ্যমে প্রকাশিত গোটাবায়া রাজাপাকসের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবর প্রত্যাখ্যান করেছে প্রেসিডেন্টের কয়েকটি ঘনিষ্ঠ সূত্র। তাঁরা ডেইলি মিররকে নিশ্চিত করেছে, রাজাপাকসে দেশেই আছেন। সশস্ত্র বাহিনী তাঁকে নিরাপত্তা দিচ্ছে।
গত শনিবার বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়লে পালিয়ে যান প্রেসিডেন্ট গোটাবায়া। এরপর থেকে এখন পর্যন্ত তিনি কোথায় রয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। বিক্ষোভকারীরা পরে প্রধানমন্ত্রীর বাসভবনেও অবস্থান নেন।
এদিকে, বিক্ষোভ জোরালো হলে গত শনিবারই গোটাবায়া রাজাপাকসে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। আর প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেও বলেছেন, সব দলের অংশগ্রহণে সরকার করা গঠন হলে তিনি পদত্যাগ করবেন।
জেএন/এমআর