সর্বক্ষেত্রে পাহাড়ের বাঙালিদের সম-অধিকারসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বান্দরবান প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কামরান ফারুক, বান্দরবান জেলা আহ্বায়ক মিজানুর রহমান, ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক ফরহাদুল ইসলাম ও ছাত্রনেতা শরিফুল ইসলাম।
তিনটি দাবির মধ্যে রয়েছে পার্বত্য চট্টগ্রাম টাক্সফোর্স কর্তৃক ৮২ হাজার উপজাতি পরিবারকে অবৈধভাবে পুনর্বাসনের সিদ্ধান্ত বাতিল করা, রাঙামাটিতে চাকমা মহিলা সন্ত্রাসী কর্তৃক সেনাবাহিনীর উপর হামলার প্রতিবাদ এবং সর্বক্ষেত্রে পাহাড়ের বাঙালিদের সমান অধিকার নিশ্চিত করা।
জয়নিউজ/শহীদ