এ কেমন রান আউট!

ক্রিকেট এমনই এক খেলা, যেখানে ঘটে যায় মজার মজার সব ঘটনা। তেমনই এক ঘটনার জন্ম দিয়েছেন পাকিস্তানের দুই ব্যাটসম্যান আজহার আলী ও আসাদ শফিক।

- Advertisement -

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শহরের শেখ জায়েদ স্টেডিয়ামে চলমান পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যেকার দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্টের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে পাকিস্তান। প্রথম ইনিংসে তারা পেয়েছে ১৩৭ রানের লিড। প্রথম দিনেই সেই লিডের সাথে আরও ১৪৪ রান যোগ করে ফেলে তারা। দ্বিতীয় দিনের শুরুতেই ফিরে যান হারিস সোহাইল। উইকেটে জুটি বাঁধেন শফিক ও আজহার।

- Advertisement -google news follower

দুজনের জুটির মাত্র ২১তম বলেই ঘটে হাস্যকর ঘটনা। ইনিংসে ৫৩তম ওভারে বোলিংয়ে আসেন পিটার সিডল। তার অফস্টাম্পের বাইরের বল ড্রাইভ করেন আজহার। বাইরের কানায় লেগে বল চলে যায় থার্ড ম্যান সীমানার কাছে। আজহার ও শফিক ধরে নেন বল চলে গেছে বাউন্ডারিতে। দুজন পিচের মাঝে দাঁড়িয়ে নিশ্চিন্তে কথা বলতে থাকেন।

ঠিক তখনই বলের পেছনে দৌঁড়াচ্ছিলেন মিচেল স্টার্ক। তিনি দেখতে পান বল থেমে গেছে বাউন্ডারি সীমানার কয়েক গজ সামনে। সাথে সাথে বল কুড়িয়ে ফেরত পাঠান উইকেটরক্ষক টিম পেইনের হাতে। দুই ব্যাটসম্যান তখনো পিচের মাঝে দাঁড়ানো। বেলস ভেঙে দিয়ে আজহারকে (৬৪) প্যাভিলিয়নের পথ দেখান পেইন। অথচ আউট হওয়ার আগে অসাধারণ ব্যাটিং করছিলেন আজহার।

- Advertisement -islamibank

পাকিস্তানি ব্যাটসম্যানদের এমন হাস্যকর রানআউটের উদাহরণ এটিই প্রথম নয়। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচে মোহাম্মদ আমির আউট হন ঠিক একইভাবে।

তবে ২০১১ সালে প্রায় একই ঘটনায় ইংলিশ ব্যাটসম্যান ইয়ান বেলকে রান আউট করেও তাকে উইকেটে ডেকে নিয়েছিলেন তখনকার ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

https://www.youtube.com/watch?v=DPEF-bHPsh8&feature=youtu.be&fbclid=IwAR3Edow_DOj5Bt1ccRNGsb5cbPDOkm4OI6bPzkqLb7z93GseWuBj8SG0D6U

জয়নিউজ/শহীদ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM