কম্বোডিয়ার রাজধানীতে ‘বঙ্গবন্ধু এভিনিউ’ নামে সড়ক উদ্বোধন

কম্বোডিয়ার রাজধানী নমপেনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ‘বঙ্গবন্ধু এভিনিউ’ নামে একটি সড়কের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সড়কটির উদ্ধোধন করেন।

- Advertisement -

সড়ক উদ্ধোধন অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস ও নমপেন প্রদেশের গভর্নর ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

- Advertisement -google news follower

২০১৭ সালে কম্বোডিয়া সফর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুকন্যার সেই সফরে দুই দেশের জাতির পিতার সম্মানে নিজেদের দেশের রাজধানীতে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণের সিদ্ধান্ত হয়। ২০২০ সালের মার্চে নমপেনে বঙ্গবন্ধুর নামে সড়কটি উদ্ধোধনের কথা ছিল। কিন্তু পরবর্তী‌ সময়ে তা পি‌ছি‌য়ে যায়।

গত বছরের ফেব্রুয়ারিতে ফি‌লি‌স্তি‌নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হ‌য়। দেশটির প্রাচীন ঐতিহ্যবাহী শহর হেবরনের একটি রাস্তার নাম বঙ্গবন্ধুর নামে নামকরণ করা হয়।

- Advertisement -islamibank

২০২০ সালের শে‌ষের দি‌কে মরিশাসের পোর্ট লুইসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি সড়ক উদ্বোধন করা হয়।

এর আগে, দিল্লি ও কলকাতায় বঙ্গবন্ধুর নামে সড়কের নামকরণ করা হয়েছে। এ ছাড়া দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ রোমানিয়াতে বঙ্গবন্ধুর নামে সড়ক করার প্রস্তাব রয়েছে বাংলাদেশের।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM