চট্টগ্রামে আরও ৪১ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ৫৯ শতাংশ।

- Advertisement -

আজ (সোমবার) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

- Advertisement -google news follower

চট্টগ্রামের সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামে ১১টি ল্যাবে ২৪৭টি নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩০ জন নগরের বাসিন্দা। বাকিদের মধ্যে চন্দনাইশের একজন, পটিয়ায় ২ জন, বোয়ালখালীর ২ জন, রাঙ্গুনিয়ায় ১ জন, ফটিকছড়ির দু’জন, হাটহাজারীর একজন, সীতাকুণ্ডের একজন ও মিরসাইয়ের একজন রয়েছেন।

রোববার (১৭ জুলাই) চট্টগ্রামে ৫০ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯৩ হাজার ৩৪০ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

- Advertisement -islamibank

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৬ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

জেএন/এএম

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM