বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন শনিবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত হবে। ঢাকার ইন্টারন্যাশনাল কনভেশন সিটির রাজদর্শন হলে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন ফারজানা আফরোজ।
নির্বচানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনজন প্রার্থী। এরমধ্যে সভাপতি পদে খন্দকার মো. আমিনুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক পদে কাজী মো. জিয়া উদ্দিন ও অফিস সম্পাদক পদে মো. ইফতেখার আলম ভূঁইয়া নির্বাচিত হন।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের নির্বাচনে ২৩ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। সহসভাপতি পদে সৈয়দ গোলাম কিবরিয়া, ড. আবদুল মান্নান শিকদার, মো. জামাল হোসেন, কাজী মোস্তাফিজুর রহমান ও মোবারা খানম, সাধারণ সম্পাদক পদে ড. মো. সহিদুল ইসলাম ও সৈয়দ মুশফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এ কে এম নুরুল হুদা আজাদ, মো. মাহমুদুল হাসান ও প্রথম সচিব মুহাম্মদ রইচ উদ্দিন খান, অর্থ সম্পাদক পদে ড. নাহিদা ফরিদী ও মো. তাসনিমুর রহমান।
এছাড়া নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাকিয়া সুলতানা, মো. মোয়াজ্জেম হোসেন, এ কে এম মাহবুবুর রহমান, মারুফুর রহমান, মুনওয়ার মুরসালীন, হাসান মোহাম্মদ তারেক রিকাবদার, সাধন কুমার কুন্ডু, মো. ফজলুল হক, ফখরুল আলম চৌধুরী, সাইদুল আলম ও মো. সোলাইমান হোসেন।
প্রসঙ্গত, বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে তিনজন সহসভাপতি, একজন সাধারণ সম্পাদক, দুইজন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন অর্থ সম্পাদক, নয়জন সদস্য নির্বাচিত হওয়ার কথা রয়েছে।
অন্য এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যে সকল সদস্য দুর্গাপূজা উপলক্ষে ঢাকার বাইরে অবস্থান করবে তারা ই-ভোট প্রদানের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে।
জয়নিউজ/ফয়সাল/জুলফিকার