চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর উঠানমাঝির ঘাট এলাকায় উপজেলা মৎস্য দপ্তর,নৌ পুলিশ ও কোস্টগার্ডের টিম যৌথভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৭শ কেজি ইলিশ ও মাছ ধরার বেশ কিছু জাল জব্দ করেছে।
গতকাল রবিবার (১৭ জুলাই) রাতে চলমান নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগর থেকে মাছ ধরে প্রকাশ্যে বিক্রির অভিযোগ পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জব্দকৃত মাছগুলো উপজেলা পরিষদ চত্বরে নিয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মোমিনের উপস্থিতিতে এতিমদের মাঝে ১শ কেজি মাছ বিতরণ করে বাকি ১৬শ কেজি মাছ পাঁচ লাখ ৮৬ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।
নিষেধাজ্ঞা শেষ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানান আনোয়ারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক।
উল্লেখ্য : ইলিশ ও সামুদ্রিক মাছের প্রজনন এবং সংরক্ষণের জন্য বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় সব ধরনের মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে গত ২০ মে থেকে। আগামী ২৩ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
জেএন/পিআর