কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণে আসা পর্যটকদের ছবি তোলা নিয়ে প্রায়ই ফটোগ্রাফারদের সঙ্গে তর্কাতর্কি কিংবা হয়রানির ঘটনা ঘটছে। গত শনিবারও ঘটেছে এমন এক ঘটনা। এদিন ভ্রমণে আসা এক পর্যটক থেকে অতিরিক্ত ছবি তুলে হয়রানির অভিযোগে মো. ইউনুস (২৪) নামের একজন ভ্রাম্যমাণ ফটোগ্রাফারকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে এবার নড়েচড়ে বসেছে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন। তর্কাতর্কি বা হয়রানির ঘটনারোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে তারা।
এ নিয়ে সোমবার (১৮ জুলাই) দুপুরে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সঙ্গে বিচে কর্মরত ফটোগ্রাফারদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনায় বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। যাতে আগত পর্যটকদের কোনোভাবে হয়রানির শিকার না হয়। আলোচনা সভায় ১৪টি সিদ্ধান্ত হয়।
সিদ্ধান্তগুলো হলো :
১. যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো ফটোগ্রাফারকে বিচে ফটোগ্রাফি করতে দেওয়া হবে না।
২. অবৈধ ফটোগ্রাফারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং তাদের আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
৩. কোনো অবস্থাতেই ট্যুরিস্টদের সঙ্গে ফটোগ্রাফাররা বিবাদে জড়াতে পারবেনা বা খারাপ আচরণ করতে পারবে না।
৪. ফটোগ্রাফার এবং ট্যুরিস্টদের মধ্যে মূল্য নিয়ে বা আচরণ নিয়ে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে ট্যুরিস্ট পুলিশকে জানাবে।
৫. ফটোগ্রাফাররা কোনো পর্যটককে ছবি তোলার ব্যাপারে প্রস্তাব বা অনুরোধ করতে পারবে না, পর্যটকদের প্রয়োজন হলে তারা নিজেরাই ফটোগ্রাফারদের ডেকে নেবে।
৬. ফটোগ্রাফারদের বিচ ম্যানেজমেন্ট কমিটি প্রদত্ত আইডি কার্ড ও নির্ধারিত নাম্বারসহ পোশাক পরিধান করতে হবে।
৭. ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন থেকে বাছাই করে অভিজ্ঞ ও ট্যুরিস্ট বান্ধব ফটোগ্রাফার নির্বাচন করে ও তাদের পরিচয় নিশ্চিত হয়ে নিরাপদ ফটোগ্রাফার পরিচয় পত্র প্রদান করা হবে।
৮. ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন একটি ডাটাবেইজ তৈরি করবে।
৯. সিনিয়র ও দায়িত্বশীল ফটোগ্রাফারদের দিয়ে একটি কমিটি করে দেওয়া হবে।
১০. ফটোগ্রাফারদের সঙ্গে বসে খুব শিগগিরই একটি নতুন মূল্য তালিকা প্রণয়ন করা হবে।
১১. অবৈধ ফটোগ্রাফারদের প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
১২. বিচের প্রবেশ পথে কোনো ফটোগ্রাফারকে দাঁড়াতে দেওয়া হবে না এবং কোনো ট্যুরিস্টকে ফলো করে তাদের ছবি তুলতে অনুরোধ করা যাবে না।
১৩. প্রশিক্ষণবিহীন বা অভিজ্ঞতা ছাড়া কোনো ফটোগ্রাফারকে বিচে ফটোগ্রাফি করতে দেওয়া হবে না।
১৪. পর্যায়ক্রমে সকল ফটোগ্রাফারকে পর্যটকদের সঙ্গে আচরণ বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, ট্যুরিস্ট পুলিশ সকলের সহযোগিতায় একটি সুশৃঙ্খল ও সৌন্দর্যময় বিচ উপহার দিতে কাজ করে চলেছে। পর্যটকদের ভ্রমণ আনন্দদায়ক করার সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে।
জেএন/এএম