সনাতনীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসবে জমজমাট নগর। উৎসব আমেজ বিরাজ করছে প্রতিটি মণ্ডপে। এ আনন্দ আরো বাড়িয়ে দিয়েছে প্রসাদ বিতরণ।
নগরের বেশ কয়েকটি মণ্ডপে দুর্গাপূজাজুড়ে বিতরণ করা হচ্ছে প্রসাদ। দেওয়ানজী পুকুর পাড় মণ্ডপে গেলেই মিলবে রকমারি ফলের প্রসাদ। দর্শনার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে এ প্রসাদ।
আবার রামকৃষ্ণ মিশনে তিন দিনজুড়েই বিতরণ করা হচ্ছে মহাপ্রসাদ (খিচুরি)। ভাগ্য ভালো থাকলে মিলবে মিষ্টি ও বাহারি ফলের প্রসাদও।
প্রসাদের ব্যবস্থা রয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত কুসুম কুমারি স্কুল মণ্ডপেও। আগত দর্শনার্থীর মাঝে প্রতিদিন বিতরণ করা হচ্ছে এ প্রসাদ।
নগরের কৈবল্যধামেও হাজার হাজার মানুষের জন্য রয়েছে মহাপ্রসাদ। পুরনো নিয়মেই বিতরণ করা হয় প্রসাদ। এখানে কলাপাতায় গরম খিচুরির স্বাদটাই অন্যরকম।