প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ থেকে পাঠানো আমন্ত্রণপত্র পৌঁছায় মমতার কার্যালয় নবান্নে।
মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণপত্রে প্রধানমন্ত্রী লিখেছেন, আপনার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ রইল। আগামী সেপ্টেম্বরে আমার নির্ধারিত নয়াদিল্লী সফরকালে আপনার সঙ্গে সাক্ষাতের সুযোগ সৃষ্টি হবে বলে আশা রাখি।
এ আমন্ত্রণপত্রে দুই নেত্রীর ব্যক্তিগত সখ্যতা ও আন্তরিক সম্পর্ক ফুটে উঠেছে। আন্তরিক শুভেচ্ছা জানিয়ে মমতাকে ‘ছোট বোন’ উল্লেখ করে চিঠিতে প্রধানমন্ত্রী বলেন- দুই বাংলার ভাষা, সংস্কৃতি ও আদর্শগত সাদৃশ্যের ওপর ভিত্তি করে বিদ্যমান সম্পর্ককে দৃঢ় করতে একযোগে কাজ করার বিকল্প নেই।
এসময় চিঠিতে আশা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ তথা ভারতের আত্মিক বন্ধনকে আরও দৃঢ় করবে ও বাণিজ্যিক সম্পর্কে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে।
জেএন/এএম