তীব্র গরমে নারীদের ঝুঁকি বেশি

তীব্র দাবদাহে পুরুষদের তুলনায় নারীদের ঝুঁকি বেশি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি ইংল্যান্ডের দাবদাহ মোকাবিলা পরিকল্পনায় ৭৫ বছর বয়সোর্ধ্ব, শিশু, কিশোর-কিশোরী, শারীরিক ও মানসিকভাবে গুরুতর অসুস্থ এবং নারীদের উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

- Advertisement -

অবশ্য কী কারণে নারীদের বেশি ঝুঁকিপূর্ণ বলা হয়েছে, তা ব্যাখ্যা করা হয়নি ওই নথিতে। তবে এ বিষয়ে নেদারল্যান্ডসে সাম্প্রতিক এক গবেষণার দিকে ইঙ্গিত করেছে যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা। ওই গবেষণায় একাধিক দাবদাহ ও সেসময় মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এ ধরনের বিরূপ আবহাওয়ায় পুরুষদের চেয়ে বয়স্ক নারীরাই বেশি ঝুঁকিতে থাকেন।

- Advertisement -google news follower

তবে শুধু বয়সই এর একমাত্র কারণ নয়। ২০০৩ সালে ফ্রান্সে দাবদাহের তথ্য বিশ্লেষ করে গবেষকরা জানান, যখন সমান বয়স বিবেচনা করা হয়, তখনও নারীদের মৃত্যুহার ১৫ শতাংশ বেশি ছিল।

ডাচ ও জার্মান গবেষকদের আরেকটি গবেষণায় নেদারল্যান্ডসে ২৩ বছরের তাপমাত্রার তথ্য ও মৃত্যুর সংখ্যা বিশ্লেষণ করা হয়। এতেও লিঙ্গভিত্তিক ঝুঁকির পার্থক্য উঠে আসে। গবেষকদের জানান, তাপ-সম্পর্কিত মৃত্যুহার পুরুষদের তুলনায় নারীদের মধ্যে বেশি ছিল, বিশেষ করে সবচেয়ে বয়স্ক গ্রুপে (৮০ বছর বয়সোর্ধ্ব)।

- Advertisement -islamibank

জেএন/এএম

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM