যশোরের বেনাপোল আন্তর্জাতিক কাস্টম চেকপোস্টে ৭২ ভরি স্বর্ণসহ এক নারীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। বুধবার দুপুরে ভারতে পাচারের সময় তাকে আটক করা হয়।
বেনাপোল শুল্ক গোয়েন্দার অ্যাসিসট্যান্ট ডাইরেক্টর মনিরুজ্জামান চৌধুরী জানান, বাংলাদেশি এক নারী পাসপোর্টযোগে বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে ভারতে নিয়ে যাচ্ছে— এমন গোপন সংবাদ পেয়ে বেনাপোল শুল্ক গোয়েন্দার একটি টিম আন্তর্জাতিক কাস্টম চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে উম্মে সালমা (২৫) নামে এক নারী পাসপোর্ট যাত্রীকে আটক করে।
পরে তার দেহ তল্লাশি করে ৭২ ভরি স্বর্ণ জব্দ করা হয়। যার মূল্য ৫৫ লাখ টাকা বলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তরা জানান। এ ঘটনায় একটি মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়। জব্দকৃত স্বর্ণ বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে।
জেএন/এএম