বাঁশখালী থেকে অপহৃত ১২ বছরের এক কিশোরীকে নরসিংদী থেকে উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহরণকারী মো. সেলিমকে (২৮) আটক করা হয়।
মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধ্যার দিকে নরসিংদী জেলার মাধবদী থানার দাঙ্গালপাড়া গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন এ তথ্য জানান।
র্যাব জানায়, অপহৃত কিশোরী বাঁশখালীর একটি বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। অপহরণকারী সেলিম ওই কিশোরীকে স্কুলে যাওয়া-আসার পথে যৌন হয়রানিসহ কু-প্রস্তাব দিতেন। তাতে কিশোরী রাজি না হওয়ায় গত ২৯ জুন বুধবার সন্ধ্যার দিকে অপহরণ করে তাকে। এ ঘটনার পরে কিশোরীর পরিবারকে বিষয়টি কাউকে না জানাতে অপহৃত কিশোরীকে ধর্ষণ-হত্যার হুমকি দিতে থাকে।
অভিযোগ পেয়ে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করে র্যাব। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধ্যার দিকে দাঙ্গালপাড়া গ্রামে অভিযান চালিয়ে মজনু মিয়াকে গ্রেপ্তার ও কিশোরীকে উদ্ধার করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে বাঁশখালী থানার হস্তান্তর করা হয়েছে।
জয়নিউজ/পিডি