বাংলাদেশের সাথে তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে জিম্বাবুয়ে ক্রিকেট দল এখন ঢাকায়। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার (২১ অক্টোবর) মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টিকিট সংক্রান্ত যাবতীয় তথ্যাদি জানিয়েছে বিসিবি।
২১ তারিখের ম্যাচের টিকিট ২০ অক্টোবর পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামের কাউন্টারে। এছাড়া ১১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের টিকিট একই জায়গায় পাওয়া যাবে ১০ তারিখ থেকে।
২৪ ও ২৬ তারিখে সিরিজের বাকি দুই ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ২৩ তারিখ থেকে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টিকিট পাওয়া যাবে।
৩ নভেম্বর, প্রথম টেস্ট হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই স্টেডিয়ামের কাউন্টারে ২ নভেম্বর থেকে পাওয়া যাবে টিকিট।
টিকিটের মূল্যঃ
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম (ওয়ানডে): গ্রান্ড স্ট্যান্ড- ১০০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড- ৫০০ টাকা, ক্লাব হাউজ- ৩০০ টাকা, সাউদার্ন/নর্দার্ন স্ট্যান্ড- ১৫০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ড- ১০০ টাকা।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম (টেস্ট): গ্রান্ড স্ট্যান্ড- ৫০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড- ৩০০ টাকা, ক্লাব হাউজ- ২০০ টাকা, সাউদার্ন/নর্দার্ন স্ট্যান্ড- ৮০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ড- ৫০ টাকা।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম (ওয়ানডে): গ্র্যান্ড স্ট্যান্ড- ১০০০ টাকা, রুফ টপ হসপিটালিটি- ১০০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড- ৫০০ টাকা, ক্লাব হাউজ- ৩০০ টাকা, ওয়েস্টার্ন স্ট্যান্ড- ১৫০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ড- ১০০ টাকা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট (টেস্ট): গ্র্যান্ড স্ট্যান্ড- ৫০০ টাকা, ক্লাব হাউজ- ২০০ টাকা, ইস্টার্ন গ্যালারি- ৮০ টাকা, ওয়েস্টার্ন গ্যালারি- ৫০ টাকা, গ্রিন হিল এরিয়া- ৫০ টাকা।
এছাড়া ইউক্যাশের সাহায্যে কেনা যাবে এই সিরিজের টিকিট। ইউক্যাশের মাধ্যমে টিকিট কেনার বিস্তারিত জানতে ফোন করতে হবে ১৬৪১৯ নাম্বারে।
জয়নিউজ