চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীদের রাত ১০টার মধ্যে নিজ নিজ হলে প্রবেশের নির্দেশনার বিরুদ্ধে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা।
বুধবার (২০ জুলাই) রাত ১০টা থেকে উপাচার্যের বাসভবনের প্রবেশ পথ আটকে অবস্থান নেন। এ সময় তারা রাত ১০টায় হলে প্রবেশের সিদ্ধান্ত বাতিল ও ক্যাম্পাসে ২৪ ঘণ্টা নিরাপত্তা বিধানের দাবিতে বিভিন্ন প্রকার স্লোগান দিতে থাকেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ছাত্রীদের সঙ্গে কথা বলে তাদের হলে ফেরত পাঠানোর চেষ্টা করছেন।
এর আগে গত রোববার রাতে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়ে হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ৪টি হলে রাত ১০টার মধ্যে প্রবেশের নির্দেশনা দেয় প্রশাসন।
মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন ওই ছাত্রী। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়াকে আহ্বায়ক ও সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলামকে সদস্যসচিব করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
জেএন/এএম