চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় দুজনকে শনাক্ত করার দাবি করেছে । তবে তদন্তের স্বার্থে তাঁদের নাম-পরিচয় এখনই প্রকাশ করা হচ্ছে না।
শুক্রবার হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বিভিন্ন উপায়ে দুজনকে শনাক্ত করা গেছে। তবে তদন্তের স্বার্থে নাম পরিচয় প্রকাশ করা যাচ্ছে না।
গত বুধবার বিকেলে এ ঘটনায় মামলা করে যৌন নিপীড়নের শিকার ওই ছাত্রী। নারী ও শিশু নির্যাতন আইনে ১০ ধারায় এ মামলায় অজ্ঞাত পাঁচজনকে আসামি করা হয়েছে।
এর আগে গত রোববার রাত সাড়ে নয়টায় ক্যাম্পাসে পাঁচ তরুণের হাতে এক ছাত্রী যৌন নিপীড়ন ও মারধরের শিকার হন। এ সময় তাঁর সঙ্গে থাকা এক বন্ধু প্রতিবাদ করলে তাঁকেও মারধর করা হয়।
এ ঘটনার অপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তাঁদের সঙ্গে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের ১২ শিক্ষক।
জয়নিউজ/পিডি