রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌরসভায় ২শ’ ৩১টি পূজামণ্ডপ ঘুরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চাইলেন রেলপথ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
বুধবার (১৭ অক্টোবর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত রাউজানের দক্ষিণ রাউজানের কদলপুর, পাহাড়তলী, পূর্ব গুজরা, পশ্চিম গুজরা, বাগোয়ান, নোয়াপাড়া, উরকিরচর ইউনিয়নের ১শ’ ২১টি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবিএম ফজলে করিম চৌধুরী।
শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে রাউজানের অপারজিতা আশ্রম মাঠে বিজয়া দশমীর দিনে সম্মেলনে উপস্থিত হয়ে সনাতন ধর্মীয় অনুসারীদের উদ্দেশে তিনি বলেন, শান্তিপূর্ণ ও আনন্দ উৎসাহের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ করায় আপনাদের সবাইকে অভিনন্দন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াছ হোসেন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার বাবুল, রাউজান উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা, রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি জোনায়েদ কবির সোহাগ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন আহম্মদ, রাউজান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
জয়নিউজ/শহীদ