চট্টগ্রামে ২৪ ঘন্টায় আরও ১৯ জনের করোনা শনাক্ত

গেল ২৪ ঘন্টায় ৬টি ল্যাবে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন উপজেলার ১৫৯টি নমুনা পরীক্ষা করে নতুন করে ১৯ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

- Advertisement -

সে হিসেবে ২৪ ঘন্টায় শনাক্তের হার ১১ দশমিক ৯৪ শতাংশ। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২৮ হাজার ৩১৯ জন।

- Advertisement -google news follower

তাছাড়া আগের দিনের মতোই চট্টগ্রাম নগর ও উপজেলা পর্যায়ে নতুন করে কেউ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেনি। ফলে চট্টগ্রামে মোট মৃত্যু সংখ্যা ১ হাজার ৩৬৭ জনে অপরিবর্তিত থাকল।

আজ শনিবার (২৩ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনের বলা হয়, চট্টগ্রামে যে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে তার মধ্যে ১৬ জন নগরের বাসিন্দা। বাকি ৩ জন লোহাগাড়া, ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার বাসিন্দা।

- Advertisement -islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM