ফের জাতীয় পুরস্কার পেলেন রাউজানের সাংসদ

পঞ্চম বারের মতো জাতীয় পুরষ্কার পেলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। বৃক্ষরোপণে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রীর জাতীয় পুরষ্কার-২০২২ অর্জন করেছেন তিনি।

- Advertisement -

রবিবার (২৪ জুলাই) দুপুরে রাজধানী ঢাকার আগারগাঁওয়ে বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন এবিএম ফজলে করিম চৌধুরী’র কনিষ্ঠ সন্তান ইঞ্জিনিয়ার ফারহান করিম চৌধুরী।

- Advertisement -google news follower

অবস্থিত বন ভবন মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

ইতোপূর্বে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ অবদান রাখায় ২০১৩ সালে তিনি প্রথম জাতীয় পুরস্কার হিসেবে পরিবেশ পদক অর্জন করেন। কৃষিখাতে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১৭ সালে দ্বিতীয় বারের মতো বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক লাভ করেন।

- Advertisement -islamibank

রাউজান উপজেলায় ১ ঘন্টায় ৪ লক্ষ ৮৭ হাজার ৫৪০ টি গাছের চারা রোপণ করায় ২০১৮ সালে তৃতীয় বারের মতো বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার অর্জন করেন। মৎস্যখাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ চতুর্থ বারের মতো ২০২১ সালে জাতীয় মৎস্য পদকে ভূষিত হয়েছিলেন তিনি।

এবার ২০২২ সালে পঞ্চম বারের মতো বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরষ্কার পাচ্ছেন তিনি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM