হাটহাজারী পৌরসভায় তিনটি অটোরিকশা গ্যারেজে অভিযান চালিয়ে ১১৯টি ব্যাটারি এবং ৩৯টি চার্জার জব্দ করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মিরের খিল গ্রামের বড়ুয়া পাড়া ও ফয়জিয়া নূরানী মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমীন।
এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। অভিযানে অংশ নিয়ে ইউএনওকে সহযোগিতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
ইউএনও মো. রুহুল আমীন মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, যানজট নিরসনসহ জননিরাপত্তার কথা বিবেচনা করে ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা গ্যারেজগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে।
এর আগে মঙ্গলবার বিকেলে পৌরসভার ফটিকা গ্রামের কামালপাড়া, যতিন্দ্র পোস্ট মাস্টারের বাড়ি এবং শাহজাহান কলোনি এলাকার ছয়টি অটোরিকশা গ্যারেজে অভিযান চালিয়ে ৬৫টি ব্যাটারি এবং ৩৯টি চার্জার জব্দ করেন ইউএনও।
জয়নিউজ/জুলফিকার