চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ও পদুয়া তেওয়ারি হাট বাজারের বিভিন্ন দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বেশ কিছু অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে দোকানে অবৈধভাবে কারেন্ট জাল রাখার অপরাধে ৬ দোকানির কাছ থেকে মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহানের নের্তৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে জব্দ করা কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
জরিমানা দেওয়া দোকানগুলোর মধ্যে কহিনুর ষ্টোরের মালিক মনির আহমদকে ৩ হাজার টাকা, কামাল ষ্টোরের মালিককে ২ হাজার টাকা, কাদের ষ্টোরের মালিককে ১ হাজার টাকা, হারুণ ষ্টোরের মালিক মো. হারুনকে ২ হাজার ৫শ টাকা, শাহ আমানত ষ্টোরকে ২ হাজার ৫শ টাকা ও মেম্বার ষ্টোরের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলমান থাকাবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান। অভিযানকালে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ, ট্রাফিক ইন্সপেক্টর আজম মাহমুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
জেএন/পিআর