‘হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিমা বিসর্জনের সুবিধার্থে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে পতেঙ্গা সমুদ্রসৈকতে একটি স্থায়ী ঘাট নির্মাণ করা হবে।’
শুক্রবার ১৮ (অক্টোবর) বিকেলে নগরের পতেঙ্গা সমুদ্রসৈকতে প্রতিমা বিসর্জন উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন একথা বলেন।
চসিকের ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদের সহযোগিতায় এই প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
মেয়র বলেন, ঘাটটি তৈরি হলে পর্যটকসহ সর্বসাধারণের সমুদ্র চরে যাতায়াতে সুবিধা হবে। একইসাথে পুজার্থীরা স্বাচ্ছন্দ্যে প্রতিমা বিসর্জন দিতে পারবেন। প্রায় ১শ’ ফুট প্রশস্ত এ ঘাটে একসাথে চারটি প্রতিমা বিসর্জন দেয়া সম্ভব হবে।
চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদ সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদারে সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, জয়নাল আবদীন, শৈবাল দাশ সুমন। অঞ্জন দত্ত ও অ্যাডভোকেট তপন কুমার দাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রকাশ দাশ অসিত। বক্তব্য রাখেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উৎপল দত্ত, চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি অরবিন্দ পাল অরুন ও সাবেক সাধারণ সম্পাদক লায়ন আশিষ ভট্টাচার্য।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেয়রের সহকারী একান্ত সচিব মো. রায়হান ইউসুফ ও করপোরেশনের উপসচিব আশেক রসুল চৌধুরী টিপু।
জয়নিউজ/কাউছার/জুলফিকার