চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ডে ফুড পান্ডার আয়োজনে আয়োজিত এক কনসার্টে হুড়োহুড়ি করে মঞ্চের সামনে প্রবেশ করতে গিয়ে এক পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছে।
এরমধ্যে দায়িত্ব পালন করতে গিয়ে মঞ্চের সামনে এবি নাছির নামে পুলিশের একজন এএসআই আহত হয়েছেন। তাছাড়া হাসান (২২), মারুফ (১৮) ও কাদের (২০) নামে আরো তিন দর্শক আহত হন।
এদের মধ্যে হাসানের অবস্থা গুরুতর। তার গ্রামের বাড়ী ফটিকছড়ি উপজেলায়। তাকে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নগরীর পলোগ্রাউন্ডে ফুড পান্ডার আয়োজনে কনর্সাটটি শুরু হলে প্রবেশমুখের ঘেরা ভেঙ্গে দর্শনার্থীরা ভেতরে ঢুকার চেষ্টা করে।
এক পর্যায়ে কনসার্টে মঞ্চের সামনের বাঁশের ব্যারিকেট ভেঙ্গে উৎসুক জনতা ভিতরে ঢুকে যায়। এসময় পদদলিত হয়ে তিনজন আহত হয়। তাছাড়া মঞ্চের সামনে দর্শকদের সামলাতে গিয়েও এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
এর আগে আয়োজকরা ‘গেট সেট রক’ নামে একটি পেইজ থেকে সপ্তাহব্যাপী প্রচারনা চালায়। ৩৫০ টাকা দরে টিকেট বিক্রি করা হয়। কনর্সাটে অ্যাশেস, আর্টসেল, নগর বাউল. শিরোনামহীন পারর্ফম করবে জানায় আয়োজকরা। এতে প্রায় ২৫ হাজার মানুষের সমাগম হয়েছে।
দায়িত্বে থাকা রেড ক্রিসেন্ট সদস্য আরিফ বলেন, আহতরা সবাই প্রবেশের চেষ্টা করছিলো। লাইনে অতিরিক্ত চাপ থাকায় মাটিতে পড়ে যান। এসময় তারা পদদলিত হয়।
জেএন/পিআর