ব্যান্ড সঙ্গীতের লিজেন্ড আইয়ুব বাচ্চুর মরদেহ চট্টগ্রামে আনা হচ্ছে । শনিবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে চট্টগ্রাম আসছে তার মরদেহ ।
বিমান বন্দর থেকে সরাসরি মরদেহ তার নানার বাড়ি পূর্ব মাদারবাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে আত্মীয়-স্বজনরা দেখার পর তাকে শহীদ মিনারে আনা হবে ।
বিকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে জমিয়াতুল ফালাহ জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ।
আছরের নামাজের পর চৈতন্য গলির কবরস্থানে মা নূরজাহান বেগমের পাশে সমাহিত করা হবে আইয়ুব বাচ্চুকে।
ব্যান্ড সঙ্গীতের এই কিংবদন্তি বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীতে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন। পরে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
জয়নিউজ/ফয়সাল/রাজীব