বেয়ারস্টো ও মঈনের তাণ্ডবে ইংল্যান্ডের সহজ জয়

ব্রিস্টলে শুরু হয়েছে স্বাগতিক ইংল্যান্ড ও সফরকারী দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। উদ্বোধনী ম্যাচে স্বাগতিকরা পেয়েছে দাপুটে জয়। জনি বেয়ারস্টোর ব্যাটিং তাণ্ডব ও মঈন আলী রেকর্ড অর্ধশতকে ইংল্যান্ড জিতেছে ৪১ রানের ব্যবধানে।

- Advertisement -

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক জস বাটলারকে হারিয়ে ফেলে ইংল্যান্ড, ৭ বলে ২২ রান করে যিনি ঝড়ের পূর্বাভাস দিয়েছিলেন। জেসন রয় ১৫ বলে ৮ ও ডেভিড মালান ২৩ বলে ৪৩ রান করে বিদায় নিলে দলের হাল ধরেন জনি বেয়ারস্টো ও মঈন আলী।

- Advertisement -google news follower

চতুর্থ উইকেটে দুজনে গড়েন ১০৪ রানের জুটি। ১৬ বলে অর্ধশতক হাঁকান মঈন, যা ইংল্যান্ডের পক্ষে দ্রুততম অর্ধশতক। তবে ১৮ বলে ৫২ রান করে থামতে হয় ২টি চার ও ৬টি ছক্কায় ইনিংস সাজানো এই অলরাউন্ডারকে।

মঈন ফিরলেও বেয়ারস্টো শতকের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। তবে ৫৩ বলে সাজানো ৯০ রানের ইনিংস থামে শেষ বলের আগের বলে। বেয়ারস্টোর ইনিংসে ছিল ৩টি চার ও ৮টি ছক্কা। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৪ রানের পর্বত তৈরি করে ইংল্যান্ড।

- Advertisement -islamibank

প্রোটিয়াদের পক্ষে এমন দিনেও বল হাতে উজ্জ্বল ছিলেন লুঙ্গি এনগিডি। স্লগ ওভারে দাপট দেখিয়ে ৩৯ রানের খরচায় তিনি শিকার করেন ৫ উইকেট, ক্যারিয়ারে প্রথমবারের মত।

সেই পর্বত টপকাতে যেমন ব্যাটিং প্রয়োজন ছিল, সফরকারীদের কেউই তেমন ব্যাটিং করতে পারেননি। ট্রিস্টান স্টাবসের ২৮ বলে ৭২ রানের ঝড়ো ব্যাটিং শুধু ব্যবধানই কমিয়েছে দুই দলের। এছাড়া ৩৩ বলে ৫৭ রান করেন রিজা হ্যানড্রিকস।

শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৩ রান জড়ো করে দক্ষিণ আফ্রিকা। এতে ইংল্যান্ড পায় ৪১ রানের বড় জয়। স্বাগতিকদের পক্ষে রিচার্ড গ্লিসন তিনটি এবং আদিল রশিদ ও রিস টপলি দুটি করে উইকেট শিকার করেন।

জেএন/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM