চান্দগাঁও ও বাঁশখালীতে পৃথক অভিযান চালিয়ে তিনটি ওয়ান শুটারগানসহ তিন জনকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৮ জুলাই) র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া) মো. নুরুল আবছার অস্ত্রসহ আটকের বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, বুধবার (২৭ জুলাই) বাঁশখালীর খুদুকখালী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরি দুটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে। এসময় মো. আব্দুল হালিম বাচ্চু (৩৮) ও সাগর (৪২) নামে দুই জনকে আটক করা হয়।
র্যাবের এই কর্মকর্তা বলেন, আটকরা স্থানীয় প্রভাবশালী গ্রুপের নেতাদের জন্য পেশি শক্তি হিসেবে কাজ করতেন। তারা সমুদ্র এলাকা, মাছের ব্যবসা এবং ঘের এলাকার অন্যান্য ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। আসামি আব্দুল হালিম বাচ্চুর বিরুদ্ধে বাঁশখালী থানায় সন্ত্রাসী কর্মকাণ্ডের একটি মামলা রয়েছে।
অপরদিকে ২৬ জুলাই চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে সৈয়দ তানভীর মেহেদী মাসুদ (২৮) নামে আরেক যুবককে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগানসহ আটক করা হয়।
এ বিষয়ে র্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অস্ত্রটি দিয়ে মাসুদ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম এবং স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন।
জেএন/কেকে