হাটহাজারীর জোগীরহাট এলাকার আর অ্যান্ড জে প্লাস কোচিং সেন্টারের ১৪ জন শিক্ষার্থী ও শিক্ষক মাইক্রোবাসে গিয়েছিলেন মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় পিকনিকে।
শুক্রবার সকালে যাওয়ার আগ মুহূর্তে কোচিং সেন্টারের সামনে ছবিও তুলেছিলেন। যা এখন শুধুই স্মৃতি হয়ে গেছে। দুপুর ২টার দিকে রেল ক্রসিং পার হওয়ার সময় তাদের মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ১১ জনই নিহত হয়েছেন।
এসএসসি ও এইচএসসি পরীক্ষার আগে শিক্ষার্থীদের বিনোদনের জন্য এই পিকনিকের আয়োজন করেছিল কোচিং সেন্টার কর্তৃপক্ষ।
দুপুরে দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে হতাহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভীড় করেন স্বজন, কোচিং সেন্টারের শিক্ষার্থী ও বন্ধুরা। মূহুর্তে সবকিছু হারিয়ে নিহতদের ঘরে এখন শুধুই শোকের মাতম।
শুক্রবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দুর্ঘটনায় গুরুতর আহত ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। এদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা।
জয়নিউজ/পিডি