বিএনপি’র ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে ফরমায়েশি রায়ের প্রতিবাদে মানববন্ধন করেছে খাগড়াছড়ি জেলা মহিলা দল।
শনিবার (২০ অক্টোবর) সকাল ১১টায় জেলা সদরের কলাবাগান এলাকায় পুলিশি বাধার মধ্যে এই মানববন্ধন করে তারা।
দলের জেলা সাধারণ সম্পাদক কুহেলী দেওয়ানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জাহেদুল আলম, জেলা মহিলা দলের যুগ্ম-সম্পাদক আকলিমা খানম প্রমুখ।
তারা বলেন, এই সরকারের দেওয়া মিথ্যা রায় কেউ মেনে নেয়নি। এই রায়ের মাধ্যমে বিএনপিকে অচল করে দেওয়ার চেষ্টা করছে সরকার। এই রায় দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা।
মরিয়ম আক্তার মনির সঞ্চালনায় কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরি মাস্টার, মো. বেলাল হোসেন, ক্ষেত্রমোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবদুল মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক এম এন আফসার, আ. রব রাজা, ক্ষণিরঞ্জন ত্রিপুরা, পল্লি উন্নয়ন ও সমবায় সম্পাদক মো. মোশারফ হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মো. রহমত আলী, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহির আহমেদ, সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ মিলন, জেলা যুবদল সভাপতি মাহবুব আলম সবুজ, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিম, জেলা ছাত্রদল সভাপতি মো. সাহেদ হোসেন সুমন, জেলা স্বেছাসেবক দলের সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাগর নোমান, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ হৃদয়, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. হান্নান সরকার, জেলা তাঁতি দলের সভাপতি আলমগীর মিয়া, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রোকন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম ভূঁইয়া প্রমুখ।
জয়নিউজ/সবুজ/আরসি