মঞ্চ কাঁপাতে হাজার হাজার ভক্তের মাঝে তিনি অনেকবার এসেছেন। ভেসেছেন ভক্তদের ভালোবাসায়। ভক্তদেরও তিনি দিয়েছেন হৃদয় উজাড় করা ভালোবাসা। তাইতো তাঁর আসার খবর শুনলেই উচ্ছ্বসিত হয়ে পড়তেন ভক্তরা। কিন্তু এবারের দৃশ্যটা একেবারে ভিন্ন।
প্রিয় তারকার আসার খবরে নগরের পূর্ব মাদারবাড়ি বালুর মাঠে জড়ো হয়েছেন ১০ সহস্রাধিক ভক্ত। কিন্তু তাদের কারো প্রাণোচ্ছ্বলতা নেই। নেই কোনো উচ্ছ্বাস। সবার চোখে-মুখে রাজ্যের দুঃখ। কারণ তাদের প্রিয় তারকা যে আজ মঞ্চ মাতাতে আসছেন না। তিনি যে আসছেন সাড়ে তিন হাত মাটির জন্য।
জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর আসার খবরে সকাল থেকেই তাঁর নানার বাড়ি বালুর মাঠে জড়ো হতে থাকে হাজার হাজার ভক্ত। আর যখন তাঁর মরদেহ বিমানবন্দর থেকে এখানে আনা হয় তখন চারিদিকে কান্নার রোল। মরদেহ ঘিরে ভক্তদের কান্নায় তখন পুরো এলাকাজুড়ে শোকের মাতম।
জয়নিউজ/ফারুক/পার্থ প্রতীম/মনির ফয়সাল