চট্টগ্রাম উত্তর জেলা শাখার বাংলাদেশ ছাত্রলীগ ৩১৬ জন সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল রবিবার (৩১ জুলাই) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
রবিবার ঘোষিত এ কমিটিতে ৮৩ জনকে সহ-সভাপতি, ১১ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১১ জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এ ছাড়া সম্পাদকমণ্ডলীর অন্য পদে দায়িত্ব দেওয়া হয়েছে আরও ১৮৬ জনকে। কমিটিতে সদস্য করা হয়েছে ২৩ জনকে।
জানা যায়, গত ২০১৮ সালের ২৭শে ফেব্রুয়ারি চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সম্মেলন শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষের কারণে সম্মেলন বাতিল করে কমিটি ঘোষণা ছাড়াই চট্টগ্রাম ছাড়েন তৎকালীন কেন্দ্রীয় নেতারা।
তবে ঘটনার পর একই বছরের ৩ই মে তানভির হোসেন তপুকে সভাপতি ও রেজাউল করিমকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
দীর্ঘ এইসময় পূর্ণাঙ্গ কমিটি কমিটি করতে না পারলেও পদ পাওয়ার পর একাধিক কারণে সমালোচনার মুখে পড়তে হয় এই কমিটিকে।
জেএন/পিআর