মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওসমানপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে পাঁচটি পরিবারের বসতঘর।
আজ সোমবার (১ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলার পূর্ব সাহেবপুর গ্রামের আমির আলী সওদাগর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
খবর পেয়ে মিরসরাই ফায়ার স্টেশেনের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌছে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ক্ষতিগ্রস্থরা হলেন আমিনুল হক, নয়নতারা, শাহাব উদ্দিন, সুজাউল হক ও মাদল হক।
তাদের দাবী আগুনে পুড়ে তাদের অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী।
তিনি জানান, সোমবার সকাল ১১ টার দিকে সাহেবপুর গ্রামে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে দমকল বাহিনী। প্রায় দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত জানিয়ে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান। তবে আগুন নিয়ন্ত্রণের আগেই ৫ পরিবারের বসতঘর পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছেন বলে জানান তিনি।
জেএন/পিআর