ইউক্রেন যুদ্ধের প্রভাব, মুদ্রাস্ফীতিসহ অর্থনৈতিক নানা চ্যালেঞ্জের মধ্যেও আশা ব্যঞ্জকভাবে লক্ষ্যমাত্রার তুলনায় ৭.৯৫% এবং বিগত বছরের তুলনায় ৪২.৫৬% প্রবৃদ্ধি নিয়ে নতুন অর্থবছর শুরু করল কাস্টম হাউস, চট্টগ্রাম।
চলতি বছরের জুলাই মাসে ৪৪৮২ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৪৮৩৮.৫১ কোটি টাকা রাজস্ব আহরিত হয়েছে (লক্ষ্যমাত্রার তুলনায় ৩৫৬.৫১ কোটি টাকা বেশী)।
উল্লেখ্য যে, বিগত অর্থবছরে একই সময়ে অর্থাৎ গতবছর ২০২১ সালের জুলাই মাসে ৩৩৯৪.০৫ কোটি টাকা আহরিত হয়েছিল। বিগত অর্থবছরের তুলনায় এ বছর জুলাই মাসে ১৪৪৪.৪৬ কোটি টাকা অতিরিক্ত আদায় হয়েছে। এক্ষেত্রে প্রবৃদ্ধির হার ৪২.৫৬%।
সঠিক সিপিসি এর ব্যবহার, যথাযথ এইচএস কোড এবং ভ্যালু এ পন্যের শুল্কায়নের ফলে রাজস্ব ৪২.৫৬% প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে। সামনের দিনগুলোতেও রাজস্ব আহরণের এ ইতিবাচক ধারা অব্যাহত থাকবে।
জেএন/পিআর