অন্যরা দুর্ঘটনার কারণ হলে রেল দায় নেবে না: রেলমন্ত্রী

রেলপথে এসে অন্যরা দুর্ঘটনার কারণ হলে তার দায় রেল নেবে না বলে জানিয়েন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

- Advertisement -

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘরের দেশব্যাপী প্রদর্শনীর সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী প্রশ্ন রেখে বলেন, অন্যরা রেলকে ধাক্কা দিয়ে যদি অঘটন ঘটায়, তার জন্য কি রেল দায়ী।

- Advertisement -google news follower

চট্টগ্রামের মীরসরাইয়ে গত শুক্রবার ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী প্রাণ হারান। এ ঘটনায় আহত হন অন্তত পাঁচজন।

ভয়াবহ এই দুর্ঘটনার পর রেলের অরক্ষিত লেভেলক্রসিং নিয়ে সারা দেশে সমালোচনা তৈরি হয়। এর মধ্যেই বিষয়টি নিয়ে কথা বললেন রেলমন্ত্রী।

- Advertisement -islamibank

তিনি বলেন, রেল যখন চলাচল করে তখন আশপাশে ১৪৪ ধারা জারি থাকে। রেল রেলের লাইনে চলে, অন্য কেউ রেলের সঙ্গে ধাক্কা খাবে তার দায়িত্ব রেলের ওপর যাবে, এটা যুক্তিসংগত নয়। রেল কাউকে ধাক্কা দেয় না, অরেকজন এসে ধাক্কা দিয়ে রেলকে অনিরাপদ কর‌বে, এর দায়িত্ব রেল নেবে না।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM