রেলপথে এসে অন্যরা দুর্ঘটনার কারণ হলে তার দায় রেল নেবে না বলে জানিয়েন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘরের দেশব্যাপী প্রদর্শনীর সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী প্রশ্ন রেখে বলেন, অন্যরা রেলকে ধাক্কা দিয়ে যদি অঘটন ঘটায়, তার জন্য কি রেল দায়ী।
চট্টগ্রামের মীরসরাইয়ে গত শুক্রবার ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী প্রাণ হারান। এ ঘটনায় আহত হন অন্তত পাঁচজন।
ভয়াবহ এই দুর্ঘটনার পর রেলের অরক্ষিত লেভেলক্রসিং নিয়ে সারা দেশে সমালোচনা তৈরি হয়। এর মধ্যেই বিষয়টি নিয়ে কথা বললেন রেলমন্ত্রী।
তিনি বলেন, রেল যখন চলাচল করে তখন আশপাশে ১৪৪ ধারা জারি থাকে। রেল রেলের লাইনে চলে, অন্য কেউ রেলের সঙ্গে ধাক্কা খাবে তার দায়িত্ব রেলের ওপর যাবে, এটা যুক্তিসংগত নয়। রেল কাউকে ধাক্কা দেয় না, অরেকজন এসে ধাক্কা দিয়ে রেলকে অনিরাপদ করবে, এর দায়িত্ব রেল নেবে না।
জয়নিউজ/পিডি