বিদ্যুৎ সাশ্রয়ে নগরের ৫ এলাকায় অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

বিদ্যুৎ সাশ্রয়ে নগরের ৫টি গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

- Advertisement -

সোমবার (২ আগস্ট) রাতে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নেতৃত্বে ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসব এলাকায় অভিযান পরিচালনা করেন।

- Advertisement -google news follower

এ অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত নিউ মার্কেট এলাকা ও রিয়াজুদ্দিন বাজারে অভিযান চালিয়ে পরিস্থানকে ১০ হাজার টাকা, কিং অব পরিস্থানকে ৫ হাজার টাকা, আব্বাস এন্ড ব্রাদার্স কে ৩ হাজার টাকা আলমাছ বেবি জোন ৮ হাজার টাকা ও টেইলার্সকে একহাজার টাকা অর্থদণ্ড দেন।

অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ
ফুড মার্কেট, সেইলর্স সহ ৫ টি মামলায় ১২ হাজার টাকা অর্থদণ্ড করেন। এছাড়াও অনেক রেস্টুরেন্টে অভিযান করা হয়।

- Advertisement -islamibank

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক নগরীর জিইসি মোর ও কাজির দেউরী এলাকায় অভিযান পরিচালনা করে ৯টি মামলায় ১৫,০০০ টাকা অর্থদণ্ড করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান চকবাজার ও তানভীর হোসেন আগ্রাবাদ এলাকায় অভিযান চালায়।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারী নির্দেশনা বাস্তবায়নের লক্ষে আমরা ব্যবসায়ীসহ সংশ্লিটদের নিয়ে মিটিং করেছি পাশাপাশি অফিসিয়ালি পত্র দিয়েছি যাতে সকলে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা মেনে চলেন। তারপরও আজকে যারা এর ব্যত্যয় ঘটিয়েছে তাদের অর্থদণ্ড করা হয়েছে। সামনেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM