মায়ের পাশে শায়িত আইয়ুব বাচ্চু

নগরের চৈতন্য গলির বাইশ মহল্লা কবরস্থানে মায়ের কবরের পাশে শায়িত হলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চু।

- Advertisement -

শনিবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় তাঁর দাফন সম্পন্ন হয়। এই সময় আইয়ুব বাচ্চুর আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী, ভক্ত-অনুরক্তসহ সব শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

- Advertisement -google news follower

এর আগে বাদ আছর জমিয়তুল ফালাহ জামে মসজিদে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা পড়ান জমিয়তুল ফালাহ জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ আবু তালেব মো. আলাউদ্দিন।

জানাযায় অন্যান্যের মধ্যে অংশ নেন নগর আওয়ামী লীগ  সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর বিএনপির সভাপতি ডা.শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু।

- Advertisement -islamibank

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে মাত্র ৫৬ বছর বয়সে আইয়ুব বাচ্চু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জনপ্রিয় এই শিল্পীর মৃত্যুতে সারাদেশে শোকের ছায়া নেমে আসে। দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড এলআরবির দলনেতা আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গায়ক, গিটারবাদক, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক।

 

জয়নিউজ/ফারুক/শহীদ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM